ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ Logo ফরিদপুরের ধর্ষণ মামলার আসামী সোহেল গ্রেপ্তার Logo পাংশায় শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সভায় নতুন কমিটি Logo নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়ঃ -আব্দুস সালাম Logo বালিয়াকান্দিতে বিএনপি নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ Logo নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ‌জনতা Logo কৃষকের ওপর দুর্বৃত্তদের হামলা থানায় পাল্টা-পালটি অভিযোগ Logo দৌলতপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই গুরুতর জখম Logo বাঘায় শয়নকক্ষ থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সদরপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোমস্তাপুরে ২৯ পূজা মণ্ডপে সাজ সাজ রব, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গোমস্তাপুরের মৃৎশিল্পীরা। একই সঙ্গে মন্দিরের সাজসজ্জাসহ সার্বিক কাজ শেষ করে পূজামন্ডপ গুলোতে সাজ সজা রব।

উপজেলায় এ বছর ২৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । তবে গত বছরের চেয়ে এবার ৫টি মন্ডপে পূজা হচ্ছে না। গত বছর মোট ৩৪ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল এই উপজেলায় । ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

গত বছর থেকে এবার ম-পগুলোতে দুর্গাপূজার আয়োজন জমকালো হবে বলে জানিয়েছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা। এদিকে পূজাম-পে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে বেশকিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে পূজা উদযাপন কমিটির নেতাদের। আবার পূজা উদযাপন পরিষদ থেকেও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা নিশ্চিতে দেয়া হয়েছে কিছু নির্দেশনা।

গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক সচিন বর্মন জানান, এবার জেলায় ২৯টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে আশা করা হচ্ছে কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই আনন্দ মূখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপন শেষ হবে। এবার দূর্গাপূজা উৎসবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। এলাকায় মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান, ইতোমধ্যে উপজেলার প্রতিটি মন্দিরে পুলিশের মোবাইল টহল টিম দেয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করছি উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এ ব্যাপারে সবার সাথে সমন্বয় করে চলেছি।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, এবারে শারদীয় দূর্গা পূজা সামজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব মূখর পরিবেশে উদযাপন হবে। পূজা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদেরও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। নিরপত্তার কথা বিবেচনায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । এছাড়া প্রশাসন মাঠে থাকবে। প্রত্যেক পূজামন্ডপেই কড়া নজরদারির মধ্যে থাকবে। ইতিমধ্যে কয়েকটি মন্ডপ প্রদর্শনও করেছি। আশা করছি গোমস্তাপুরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলায় শারদীয় দূর্গা পূজা উদযাপন হতে হচ্ছে ।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম জানান, এবার উপজেলায় ২৯টি পূজা ম-পে শারদীয় দূর্গা পূজা উদযাপন হচ্ছে । নিরাপত্তার কথা ভেবে প্রতিটি ম-পে সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিকল্প ব্যবস্থায় প্রতিটি মন্ডপে জেনারেটর স্থাপন থাকবে। নিয়োজিত থাকবে কার্ডধারী স্বেচ্ছাসেবী। বলায় থাকছে কয়েক স্তরে নিরাপত্তা।

তিনি আরও জানান, কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দ মূখর পরিবেশে সামাজিক সম্প্রীতি বজায় রেখে এবারের দূর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে । এছাড়া র‌্যাব-আনসার বাহিনীসহ অন্য সংস্থা নিয়োজিত থাকছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা রোধে যে কোনো ধরণের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। এবারে ২৯টি পূজা মন্ডপে দূর্গা পূজা উদযাপন হচ্ছে ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

error: Content is protected !!

গোমস্তাপুরে ২৯ পূজা মণ্ডপে সাজ সাজ রব, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গোমস্তাপুরের মৃৎশিল্পীরা। একই সঙ্গে মন্দিরের সাজসজ্জাসহ সার্বিক কাজ শেষ করে পূজামন্ডপ গুলোতে সাজ সজা রব।

উপজেলায় এ বছর ২৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । তবে গত বছরের চেয়ে এবার ৫টি মন্ডপে পূজা হচ্ছে না। গত বছর মোট ৩৪ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল এই উপজেলায় । ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

গত বছর থেকে এবার ম-পগুলোতে দুর্গাপূজার আয়োজন জমকালো হবে বলে জানিয়েছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা। এদিকে পূজাম-পে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে বেশকিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে পূজা উদযাপন কমিটির নেতাদের। আবার পূজা উদযাপন পরিষদ থেকেও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা নিশ্চিতে দেয়া হয়েছে কিছু নির্দেশনা।

গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক সচিন বর্মন জানান, এবার জেলায় ২৯টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে আশা করা হচ্ছে কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই আনন্দ মূখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপন শেষ হবে। এবার দূর্গাপূজা উৎসবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। এলাকায় মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান, ইতোমধ্যে উপজেলার প্রতিটি মন্দিরে পুলিশের মোবাইল টহল টিম দেয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করছি উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এ ব্যাপারে সবার সাথে সমন্বয় করে চলেছি।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, এবারে শারদীয় দূর্গা পূজা সামজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব মূখর পরিবেশে উদযাপন হবে। পূজা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। প্রত্যেক মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদেরও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। নিরপত্তার কথা বিবেচনায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । এছাড়া প্রশাসন মাঠে থাকবে। প্রত্যেক পূজামন্ডপেই কড়া নজরদারির মধ্যে থাকবে। ইতিমধ্যে কয়েকটি মন্ডপ প্রদর্শনও করেছি। আশা করছি গোমস্তাপুরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলায় শারদীয় দূর্গা পূজা উদযাপন হতে হচ্ছে ।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম জানান, এবার উপজেলায় ২৯টি পূজা ম-পে শারদীয় দূর্গা পূজা উদযাপন হচ্ছে । নিরাপত্তার কথা ভেবে প্রতিটি ম-পে সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিকল্প ব্যবস্থায় প্রতিটি মন্ডপে জেনারেটর স্থাপন থাকবে। নিয়োজিত থাকবে কার্ডধারী স্বেচ্ছাসেবী। বলায় থাকছে কয়েক স্তরে নিরাপত্তা।

তিনি আরও জানান, কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দ মূখর পরিবেশে সামাজিক সম্প্রীতি বজায় রেখে এবারের দূর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে । এছাড়া র‌্যাব-আনসার বাহিনীসহ অন্য সংস্থা নিয়োজিত থাকছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা রোধে যে কোনো ধরণের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। এবারে ২৯টি পূজা মন্ডপে দূর্গা পূজা উদযাপন হচ্ছে ।


প্রিন্ট