মাগুরার মহম্মদপুরে বন্ধুর হয়ে এসএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছে পিকুল শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র। বহিস্কার করা হয়েছে আসল পরীক্ষার্থী আবু ওবাইদাকে। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।
আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষক শামীম আহমেদ জানান, যশোর বোর্ডে চলমান এসএসসির স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এম সি কিউ) পরীক্ষা ছিল শুক্রবার। এদিন স্থানীয় বীরেন শিকদার আদর্শ স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবু ওবাইদার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসে পিকুল শেখ নামের এক কলেজ ছাত্র।
পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ৯ নম্বর কক্ষের ২ নম্বর ব্লকে পরীক্ষায় অংশ নেওয়া পিকুলকে দেখে তার সন্দেহ হয়। এসময় পিকুলের নাম জিজ্ঞেস করতেই নিজের প্রকৃত নাম তথা পিকুল বলে ফেলে। এসময় তাকে কেন্দ্র সচিবের কক্ষে আনা হয়।
সেখানে উপস্থিত ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা মহম্মদপুর সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালোর কাছে পিকুল তার দোষ স্বীকার করে। এসময় ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বাসুদেব কুমার মালো অভিযুক্ত পিকুলকে এক বছরের কারাদন্ডাদেশ দেন।
পিকুল স্থানীয় বাওজানী গ্রামের লুৎফর শেখের ছেলে এবং মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মুল পরীক্ষার্থী আবু ওবাইয়া মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সে পলাতক রয়েছে।
প্রিন্ট