ঢাকা , শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত খোকসায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবসে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা সদরপুরে জমে উঠেছে লালমীর হাটঃ দাম বেসী পাওয়ায় কৃষকের মুখে হাসি কাশিয়ানীতে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক ভাঙ্গায় ২৫ মার্চ গনহত্যা দিবস স্মরণে আলোচনা সভা পাঠক হতে পারে একাধিকঃ বীর মুক্তিযুদ্ধা ও প্রেসিডিয়াম সদস্য ডা. জালাল মহিউদ্দিন মাগুরায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে নড়াইলে নানা আয়োজন

মহেশপুর সীমান্তে ৭ জন আটক

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পশ্চিমপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ইটের সলিং করা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৭ জনকে (পুরুষ- ০৪ জন, নারী- ০১ জন এবং শিশু- ০২ জন) (এক) অলি উল্লাহ (৩০), পিতা- ফরিদুল আলম, (দুই) মাবিয়া খাতুন (২৫), স্বামী- অলি উল্লাহ, (তিন) মোছাঃ মোশারাফা (০৬), পিতা- অলি উল্লাহ, (চার) মোছাঃ হুনাইসা বিবি (০৩), পিতা- অলি উল্লাহ, সকলের গ্রাম- মনিরঝিল পূর্বপাড়া, পোঃ কাউয়ারখোপ, থানা- রামু, জেলা- কক্সবাজার, (পাচ) তুহিন তালুকদার (১৮), পিতা- মৃত বাসুদেব তালুকদার, (ছয়) আকাশ তালুকদার, পিতা- মৃত বাসুদেব তালুকদার, উভয়ের গ্রাম- লখন্ডা, পোঃ ভাংগারহাট, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (সাত) সবুজ বৈদ্য (১৯), পিতা- হরেন বৈদ্য, গ্রাম- হিজলারবাড়ী, পোঃ কদমবাড়ী, থানা- রাজৈর, জেলা- মাদরীপুরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত আসামীকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে (এক) মোঃ আসাদুল খলিফা (৩৫), পিতা- মৃত দিদার খলিফা, (দুই) হাফিজুর মন্ডল (৪৬), পিতা- মৃত আফিল উদ্দীন মন্ডল, উভয়ের গ্রাম- বাঘাডাংগা, (তিন) গোলাম হোসেন (৩০), পিতা- বাবর আলী হোসেন, গ্রাম- সলেমানপুর, সকলের পোঃ নেপা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০২টি মোটরসাইকেলসহ আটক করে একই থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Tag :

এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

মহেশপুর সীমান্তে ৭ জন আটক

আপডেট টাইম : ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পশ্চিমপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ইটের সলিং করা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৭ জনকে (পুরুষ- ০৪ জন, নারী- ০১ জন এবং শিশু- ০২ জন) (এক) অলি উল্লাহ (৩০), পিতা- ফরিদুল আলম, (দুই) মাবিয়া খাতুন (২৫), স্বামী- অলি উল্লাহ, (তিন) মোছাঃ মোশারাফা (০৬), পিতা- অলি উল্লাহ, (চার) মোছাঃ হুনাইসা বিবি (০৩), পিতা- অলি উল্লাহ, সকলের গ্রাম- মনিরঝিল পূর্বপাড়া, পোঃ কাউয়ারখোপ, থানা- রামু, জেলা- কক্সবাজার, (পাচ) তুহিন তালুকদার (১৮), পিতা- মৃত বাসুদেব তালুকদার, (ছয়) আকাশ তালুকদার, পিতা- মৃত বাসুদেব তালুকদার, উভয়ের গ্রাম- লখন্ডা, পোঃ ভাংগারহাট, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (সাত) সবুজ বৈদ্য (১৯), পিতা- হরেন বৈদ্য, গ্রাম- হিজলারবাড়ী, পোঃ কদমবাড়ী, থানা- রাজৈর, জেলা- মাদরীপুরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত আসামীকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে (এক) মোঃ আসাদুল খলিফা (৩৫), পিতা- মৃত দিদার খলিফা, (দুই) হাফিজুর মন্ডল (৪৬), পিতা- মৃত আফিল উদ্দীন মন্ডল, উভয়ের গ্রাম- বাঘাডাংগা, (তিন) গোলাম হোসেন (৩০), পিতা- বাবর আলী হোসেন, গ্রাম- সলেমানপুর, সকলের পোঃ নেপা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০২টি মোটরসাইকেলসহ আটক করে একই থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।