ঢাকা , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃষ্টির প্রত্যাশায় ‘ইস্তিসকার’ নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত Logo পঞ্চপল্লীতে দুই সহোদর হত্যার বিচারের দাবিতে মধুখালীতে বিক্ষোভ মিছিল, আহত-১৫ Logo জাতীয় অপরাজিতা পুরস্কার লাভ করেন নলছিটির নাজনীন আক্তার নিপা Logo তানোরে ময়নার স্মরণকালের সর্ববৃহত শোডাউন Logo নাটোরের সিংড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন পাশা Logo চরভদ্রাশন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ Logo “আমরা আমতলীবাসী” সংগঠনের উদ্যোগে স্যালাইন, শরবত ও ঠান্ডা পানি বিতরণ Logo তীব্র তাপপ্রবাহে গোয়ালন্দে বাড়ছে শ্বাসকষ্ট-ডায়রিয়া রোগীর সংখ্যা Logo বোয়ালমারীতে ৫ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস Logo তীব্র তাপদাহে গোপালগঞ্জ পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মহেশপুর সীমান্তে ৭ জন আটক

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পশ্চিমপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ইটের সলিং করা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৭ জনকে (পুরুষ- ০৪ জন, নারী- ০১ জন এবং শিশু- ০২ জন) (এক) অলি উল্লাহ (৩০), পিতা- ফরিদুল আলম, (দুই) মাবিয়া খাতুন (২৫), স্বামী- অলি উল্লাহ, (তিন) মোছাঃ মোশারাফা (০৬), পিতা- অলি উল্লাহ, (চার) মোছাঃ হুনাইসা বিবি (০৩), পিতা- অলি উল্লাহ, সকলের গ্রাম- মনিরঝিল পূর্বপাড়া, পোঃ কাউয়ারখোপ, থানা- রামু, জেলা- কক্সবাজার, (পাচ) তুহিন তালুকদার (১৮), পিতা- মৃত বাসুদেব তালুকদার, (ছয়) আকাশ তালুকদার, পিতা- মৃত বাসুদেব তালুকদার, উভয়ের গ্রাম- লখন্ডা, পোঃ ভাংগারহাট, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (সাত) সবুজ বৈদ্য (১৯), পিতা- হরেন বৈদ্য, গ্রাম- হিজলারবাড়ী, পোঃ কদমবাড়ী, থানা- রাজৈর, জেলা- মাদরীপুরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত আসামীকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে (এক) মোঃ আসাদুল খলিফা (৩৫), পিতা- মৃত দিদার খলিফা, (দুই) হাফিজুর মন্ডল (৪৬), পিতা- মৃত আফিল উদ্দীন মন্ডল, উভয়ের গ্রাম- বাঘাডাংগা, (তিন) গোলাম হোসেন (৩০), পিতা- বাবর আলী হোসেন, গ্রাম- সলেমানপুর, সকলের পোঃ নেপা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০২টি মোটরসাইকেলসহ আটক করে একই থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির প্রত্যাশায় ‘ইস্তিসকার’ নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত

error: Content is protected !!

মহেশপুর সীমান্তে ৭ জন আটক

আপডেট টাইম : ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পশ্চিমপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ইটের সলিং করা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৭ জনকে (পুরুষ- ০৪ জন, নারী- ০১ জন এবং শিশু- ০২ জন) (এক) অলি উল্লাহ (৩০), পিতা- ফরিদুল আলম, (দুই) মাবিয়া খাতুন (২৫), স্বামী- অলি উল্লাহ, (তিন) মোছাঃ মোশারাফা (০৬), পিতা- অলি উল্লাহ, (চার) মোছাঃ হুনাইসা বিবি (০৩), পিতা- অলি উল্লাহ, সকলের গ্রাম- মনিরঝিল পূর্বপাড়া, পোঃ কাউয়ারখোপ, থানা- রামু, জেলা- কক্সবাজার, (পাচ) তুহিন তালুকদার (১৮), পিতা- মৃত বাসুদেব তালুকদার, (ছয়) আকাশ তালুকদার, পিতা- মৃত বাসুদেব তালুকদার, উভয়ের গ্রাম- লখন্ডা, পোঃ ভাংগারহাট, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (সাত) সবুজ বৈদ্য (১৯), পিতা- হরেন বৈদ্য, গ্রাম- হিজলারবাড়ী, পোঃ কদমবাড়ী, থানা- রাজৈর, জেলা- মাদরীপুরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

আটককৃত আসামীকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে (এক) মোঃ আসাদুল খলিফা (৩৫), পিতা- মৃত দিদার খলিফা, (দুই) হাফিজুর মন্ডল (৪৬), পিতা- মৃত আফিল উদ্দীন মন্ডল, উভয়ের গ্রাম- বাঘাডাংগা, (তিন) গোলাম হোসেন (৩০), পিতা- বাবর আলী হোসেন, গ্রাম- সলেমানপুর, সকলের পোঃ নেপা, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ০২টি মোটরসাইকেলসহ আটক করে একই থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।