ফরিদপুরের সদরপুর উপজেলায় পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদরপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সদরপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাদেব দাস, সদরপুর আবাশিক প্রকৌশলী মোঃআবু রায়হান, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান বয়াতী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, সদরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতিবীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিমুল তালুকদার এবং উপজেলার ৪৩ টিমন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্ত আহসান মাহমুদ রাসেল গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত পুজা উদযাপনের প্রস্তুতি সভার বিভিন্ন কার্যক্রম তুলেধরে আসন্ন দুর্গা পূজাশান্তি শৃঙ্খলা ভাবে পালনেরজন্য সংশ্লিষ্ট পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকদের প্রতি আহবান জানান।
কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে থানা কর্তৃপক্ষকে তাৎক্ষনিক জানানোর আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্যে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার উপস্থিত উপজেলার ৪৩ টিমন্ডপের বিভিন্ন সভাপতিও সম্পাদকদেরকে আগামী ৫ অক্টোবর বিজয় দশমির দিনেই সকলমন্ড পবিষর্জন দেওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া ও শারদীয় উৎসব দুর্গাপূজায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে থানায় জানানোর জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, প্রতিটিমন্ডপেই আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী উপস্থিত থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।
প্রিন্ট