আসন্ন জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা গতকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। আলফাডাঙ্গা উপজেলা থেকে জেলা পরিষদ সদস্য পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে আলোচনায় থাকা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা টিউবয়েল প্রতীক পেয়ে নির্বাচনে সদস্য পদে প্রচার ও গণসংযোগ শুরু করেছেন।
দপ্তর সম্পাদক সেলিম রেজা জানান, আমি আলফাডাঙ্গা উপজেলার জেলা পরিষদের সদস্য হিসেবে টিউবয়েল প্রতীক পেয়েছি। আমার অবস্থান খুব ভালো আশা করি সম্মানীয় ভোটারবৃন্দ আমাকে সামর্থন দিবেন। আমি ভোটারদের সামর্থন নিয়ে আগামীতে আলফাডাঙ্গা বাসীর সেবা করতে পারি সেই দোয়া চাই সকলের কাছে।
প্রিন্ট