মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩জন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতরা হলেন, হেলাল মিয়া ও কাজল মিয়া।
শুক্রবার বিকালে ঘটনা ঘটে। ঘটনার সাথে সংশ্লিষ্ট ৩ জনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
এ বিষয়ে রাজনগর থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
প্রিন্ট