কুষ্টিয়ার খোকসায় ওসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট লাঠিয়াল ময়েন উদ্দিন ফকির ওরফে ময়না ফকির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৯)বছর ।
পারিবারিক সূত্রে জানাযায় বৃহস্পতিবার সকাল ৯ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়া গ্রামের বাসিন্দা ।
তিনি নিজেও একজন অন্যতম লাঠিয়াল খেলোয়াড় ছিলেন। তার লাঠিয়াল বাহিনী বাংলাদেশে বিভিন্ন জায়গা লাঠি খেলা করে সুনাম অর্জন করেছেন। তিনি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ও লাঠি খেলা করেছেন।
তিনি প্রায় ৫০ বছর লাঠিখেলার সাথে জড়িত ছিলেন। তার নিজস্ব একটি লাঠিয়াল বাহিনী কুষ্টিয়া তথা জেলার বিভিন্ন এলাকায় লাঠি খেলার মাধ্যমে ব্যাপক পরিচিতি ছিলেন। তিনি একজন সাংস্কৃতিক মনা, শিক্ষা অনুরাগী ছিলেন।
গুণী এই লাঠি খেলোয়াড় মঈন উদ্দিন ফকির ওরফে ময়না ফকিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৫ সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রিন্ট