কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গত জুন মাস থেকে ৬মাসের ছুটি নিয়ে ট্রেনিং এ গিয়েছেন রেকসোনা খাতুন সহকারী কমিশনার (ভূমি) ।
ফলে এই উপজেলায় এসিল্যান্ডের পদটি শূন্য হয়ে পড়ে। জমিসংক্রান্তসহ অন্যান্য যাবতীয় কাজকর্মে জনগণের ভোগান্তি সৃষ্টি যাতে না হয় এই জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে জনগণের সকল চাহিদা ও ভোগান্তি দুর করে চলেছেন।
নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন,সরকারী কাজে আমার কোন ক্লান্তি নেই। জনগণের সেব করাই আমার দায়িত্ব এবং কর্তব্য।
তাই আমার সঠিক তদারকির কারণে অত্র উপজেলার ধরমপুর,মোকারিমপুর,চাঁদগ্রাম,জুনিয়াদহ,বাহাদুরপুর ও বাহিরচর মোট ৬টি ইউনিয়নের জনগণের নানা সমস্যা রাতে-দিনে কাজ করে তা দুর করে চলেছি। বর্তমানে তহশিল অফিসগুলোর নানা কার্যক্রম স্বতঃস্ফূর্ত ভাবে চলছে।
ভূমি কার্যালয়ে স্থায়ীভাবে এসিল্যান্ড না থাকলে ও দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার অনলাইন সেবা, খাজনার জমা খারিজ, চান্দিনা ভিটি, ডিসিআর, কৃষি ও খাসজমির বন্দবস্তসহ ভূমিসংশ্লিষ্ট নানা কাজে তিনি দারুণ ভাবে দায়িত্ব পালন করে চলেছেন।
প্রিন্ট