ফরিদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,(২১ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে, প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল হক, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা প্রমূখ।
এ সময় সভায় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট