ফরিপুরের সদরপুরে ওয়েষ্ট জোন পওয়ার ডিষ্ট্রি বিউশন কোঃলিঃ (ওজোপাডিকো) লাইন মেরামত কাজের শ্রমিক মারুফ (২৫) ও মিরাজ (৩০) নামের ২ শ্রমিক বিদ্যুতের খুটি চাপায় গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
তাদের আশংকাজনক অবস্থায় সদরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মারুফকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল হসপাতালে
প্রেরণ করেন।
শ্রমিক মারুফের বুকে ও মাথায় বিদ্যুতের খুটি রচাপায় গুরুতর আহত হয়। আজ বুধবার দুপুর অনুমান ২টায় সদরপুর উপজেলা সদরের চার রশিবাচ্চু মাষ্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদরপুর বিদ্যুৎ সাব অফিসের আওতাধীণ ৩৩ কেবিরলাইন মেরামতের ঠিকাদার আনোয়ার সেলিমের অধীনে উক্ত শ্রমিকরা কাজ করছিল।
দুপুরে শ্রমিকরা পিয়াজখালী থেকে নছিমনে করে বিদ্যুতের একটি খুটি ঝুকিপূর্ন ভাবে আটরশির দিকে নিয়ে যাওয়ার পথে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে খুটিরচাপায় গুরুতর ভাবে আহত হয়।সদরপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী
মোঃআবু রায়হান ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রিন্ট