মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ময়মনসিংহে সফর করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সদর দুবাউরা ঈশ্বরগঞ্জ তারাকান্দা হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে ভার্চুয়ালি(সদর ব্যতীত) মতবিনিময় করেন তিনি।
পরে বিকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এর সভাপতিত্বে ফুলবাড়ীয়া উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তথ্য যাচাই কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন ‘ডি’ শ্রেণিভুক্ত (১%-১৯% পঙ্গুত্বধারী)৩৬ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তথ্য যাচাই এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।
এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদে সমবেত হতে থাকে। বিকাল ৪.৩০ ঘটিকায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদে পৌঁছলে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এড. মোসলেম উদ্দিন এমপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম।
উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার।
প্রিন্ট