চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
৭৩৫ কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এম রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। তিন লাখের বেশি ভোটে জয় পেয়েছেন রেজাউল করিম।দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।
সহিংসতা, হত্যা ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়।
বিকেল ৪টার পর ভোট গণনা শুরু হয়। গণনা শেষে কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হচ্ছে। পরে সেই ফলাফল চলে যাচ্ছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে ভোটের ফল ঘোষণা করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দীন জয়ী হয়েছিলেন। আ জ ম নাছির পেয়েছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম পেয়েছিলেন ৩ লাখ ৪৮ হাজার ৩৭ ভোট। ফলে এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছিলেন নাছির উদ্দীন।
প্রিন্ট