বোয়ালমারীতে অর্থ ঋণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ওষুধ কোম্পানীর প্রতিনিধি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী বাজারের ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো চাঁদপুর জেলার কোতয়ালী থানার খিলা (হাজারী বাড়ি) গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আবু সাহিদ (৪০)। সে এভারেস্ট ওষুধ কোম্পানীর বোয়ালমারী উপজেলায় কর্মরত আছেন। বোয়ালমারী রেল সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতো।
এএসআই মনির হোসেন, বলেন, বোয়ালমারী বাজারের মা ফার্মেসীর মালিক ডা. খলিল মিয়া আবু সাহিদের নামে ৯ লক্ষ ২০ হাজার টাকার অর্থ ঋনের মামলা করেন ফরিদপুর আদালতে। মামলা নম্বর সিআর ২৮৪/২২। ওই অর্থ ঋণের মামলায় তার নামে ওয়ারেন্ট হওয়ার পর সে পলাতক ছিল।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, অর্থ ঋণের মামলায় ওষুধ কোম্পানীর প্রতিনিধি আবু সাহিদের নামে ওয়ারেন্ট আছে। তাকে ডাকবাংলোর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হবে।
প্রিন্ট