বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ফেনীর পরশুরাম পৌরসভার মেয়র ও সব কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ায় সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বুধবার বিকাল ৩টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরশুরাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেলসহ সব কাউন্সিলর প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, মনোনয়নপত্র বাচাই ও প্রত্যাহার শেষে সব পদে আওয়ামী লীগ এককভাবে মনোনয়নপত্র জমা দেয়ায় সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বুধবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীসহ ৯ কাউন্সিলর ও ৩ মহিলা কাউন্সিলর একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ে জমাকৃত মনোনয়নপত্রে কোনো পদেই একাধিক প্রার্থী ছিলেন না। বুধবার মনোনয়নপত্র যাছাই-বাচাই ও প্রত্যাহার শেষে সব পদের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ রাখায় তারা জয়ী হয়ে যান।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান, ২নং ওয়ার্ডে খুরশিদ আলম, ৩নং ওয়ার্ডে আবু তাহের (বাঘা মেম্বার), ৪নং ওয়ার্ডে আবদুল মান্নান, ৫নং ওয়ার্ডে এনামুল হক এনাম, ৬নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৭নং ওয়ার্ডে নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৮নং ওয়ার্ডে রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, ৯নং ওয়ার্ডে আবু শাহাদাত চৌধুরী লিটন, সংরক্ষিত ১, ২, ৩নং ওয়ার্ডে আফরোজা আক্তার, ৪, ৫, ৬নং ওয়ার্ডে রাহেলা আক্তার ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে হালিমা আক্তার।
সাজেল পৌরসভায় টানা দুই মেয়াদে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হলেন।
তফসিল অনুযায়ী এ পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রিন্ট