ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন চৌধুরী মোশারফ হোসেন বাচ্চু। তিনি আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে ফরিদপুর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
তিনি এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন , আগামী দিনে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন ফরিদপুরের মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক অত্যন্ত নিবিড় এটা ধরে রাখতে হবে । এজন্য আগামী দিনে তার কর্ম প্রক্রিয়ায় সাংবাদিকদের সর্বাধিক সহযোগিতা কামনা করেন তিনি। এ সমস্ত উপস্থিত ছিলেন তার পুত্র চৌধুরী কাছেদ ।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাজাদ হোসেন রনির সভাপতিিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক , সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সহ-সভাপতি সঞ্জীব দাস, মাই টিভির জেলা প্রতিনিধি নাজিম বাঁকাউল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান।
প্রিন্ট