ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের যুদ্ধকালীন নৌ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হুমাউন কবীরকে মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় তাঁর স্ত্রী, কন্যা ও ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী নাতী ইন্তাজ আহত হয়েছেন।
আহত মুক্তিযোদ্ধাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার কন্যা ত্রিনা খানম বাদী হয়ে মতিন মোল্যাসহ ৯ জনের বিরুদ্ধে শুক্রবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তদের সাথে দির্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছে। উক্ত বিরোধকে কেন্দ্র শুক্রবার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বীর মুক্তিযোদ্ধা হুমাউন কবীরসহ পরিবারের চারজন আহত হয়েছে। আহত হুমাউন কবীরকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
|
অভিযুক্ত মতিন মোল্যা জানান, মুক্তিযোদ্ধা হুমাউন কবীর আমাদের জমি দখল করে রেখেছে আমি এ ঘটিনায় দুইদিন আগে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার দিন সকালে অন্য গ্রাম থেকে লোকজন এনে আমাদের জমির গাছ কাটতে গেলে বাধা দিলে তার মেয়ে আমার কলার ধরে এ নিয়ে বাকবিতÐ হয়। আমরা মুক্তিযোদ্ধাকে কোনো মারধর করিনি।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট