সেচ প্রকল্প বাস্তবায়নে কৃষকদের নিয়ে আলোচনা সভা করেছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
গতকাল বুধবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা সাব জোনাল অফিসে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলার সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যেমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা সাব জোনাল অফিস সহকারী-মহাব্যাবস্থাপক প্রকৌশলী মিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহা- ব্যাবস্থাপক আবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড উপ-পরিচালক (প্রশাসন) এস এম কামাল হোসেন, বোয়ালমারী জোনাল অফিস উপ-মহাব্যাবস্থাপক সানোয়ার হোসেন, সহকারী-মহাব্যাবস্থাপক (সদস্য সেবা) এস এম রুবাইদ হোসেন প্রমুখ।
প্রিন্ট