১৫ সেপ্টেম্বর আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে আবাহনী ক্রীড়া চক্রে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জাবেদ পারভেজ শাহীন।
এ সময় সভাপতি শামীম হক মাহবুবুর রহমান খানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন।
তিনি বলেন আবাহনীর ক্রীড়াচক্রের আগামীতে একটা শক্তিশালী কমিটি গঠন করা করা হবে। এবং এর জন্য এখন থেকে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
|
তিনি বলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবাহনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে এর সুনাম ধরে রাখতে হবে। পরে মাহবুবুর রহমান খান এর আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আবাহনী ক্রীড়া চক্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট