ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ ফারুক হোসেনের সমর্থনে এক পথসভা শেখ রাসেল স্কয়ারে অনুষ্ঠিত হয়।
বেলা বারোটায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ও ফরিদপুর জেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক হোসেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মোঃ ফারুক হোসেন কে জেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়লাভ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
একই সাথে আগামী শনিবার ফরিদপুর সহ বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র, কাউন্সিলর , সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এরপর ফারুক হোসেনের সমর্থনে একটা বর্ণাঢ্য রেলি বের হয় এটা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সংবাদ লেখা পর্যন্ত রেলিটি চলছিল
প্রিন্ট