ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান আওয়ামীলীগের ১১ প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
রোববার সকাল হতে বিকেল পর্যন্ত আওয়ামীলীগের মধুখালী বাজারের মির্জা মোজাফ্ফর মার্কেটের দ্বিতীয় তলায় দলীয় অস্থায়ী কার্যালয়ে উপনির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১১ চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস, সহ-সভাপতি হাজী আঃ সালাম মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আরিফুজ্জামান মুন্নু,সহদপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজ,প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, সহপ্রচার মোঃ রেজাউল করিম তুহিন,তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
যারা দলীয় মনোনয়নের প্রত্যাশায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন তাঁরা হলেন মির্জা আহসানুজ্জামান আজাউল,সাবেক উপজেলা চেয়ারম্যান সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর স্ত্রী নাসরিন জামান,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, মোঃ সিরাজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মুহাম্মাদ আকরামূল করিম,বীরমুক্তিযোদ্ধা মোঃ হামিদুর রহমান, সাবেক নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান,সৈয়দ কবিরুল আলম মাও, দেব প্রসাদ রায়,উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ও উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। আজ ২৫ জানুয়ারী সকাল ১০টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
উলেখ ২৮ অক্টোবর বুধবার ২০২০ খ্রিঃ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়।