ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মা ছেলে নিহতের ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা-রাজশাহী রেলপথের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন। তারা ভবুকদিয়া থেকে শ্রীরামদিয়া যাওয়ার পথে ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি তাদের ইজিবাইকটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
নিহতরা পার্শ্ববর্তী ভাংগা উপজেলার কাপুড়িয়া সদরদি গ্রামের ইকবাল মুন্সির ছেলে ইমরান মুন্সি (৪) ও তার স্ত্রী লিমা বেগম (২৬)। নিহত ইমরান তার মায়ের সাথে মামা বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, ঝুঁকিপুর্ন এই রেল ক্রসিংটিতে এর আগে ২০২০ সালের ১৩ নভেম্বর ট্রেনে কাটা পড়ে স্থানীয় দুই মাড়াইকল শ্রমিকের মৃত্যু হয়।
প্রিন্ট