ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যমানের অবৈধ বের জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
সোমবার দুপুর সারে বারোটা হতে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের নমুর ছাম এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। পদ্মা নদীতে মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
অভিযানে অন্যান্যরা হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও চরভদ্রান থানা পুলিশ।অভিযানের বিষয়ে ইউএনও তানজিলা কবির ত্রপা বলেন মাছের অবাধ বিচরন ও মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।বর্ষামৌসুমে উত্তাল পদ্মা নদীতে ঝুকি নিয়ে অভিযান পরিচালনা করতে হয়।আজ অভিযানের সময় ঝড়ের কবলে পরেছিলেন বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে রক্তঃ যুবক আটক
প্রিন্ট