বাজারে চালের পর্যাপ্ত চাহিদা থাকায় দাম ফরিদপুরে দাম কমেছে বিভিন্ন ধরনের চাউলের। এদিকে চাউলের দাম কমার কারণে স্বস্তিতে রয়েছে সর্বস্তরের জনগণ।
এ ব্যাপারে শহরে চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চকবাজার বনিক সমিতির সাবেক সভাপতি জয় গোবিন্দ সাহার সাথে কথা বলে জানা যায় ,ফরিদপুরে বর্তমানে সব ধরনের চাউলের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা কমছে।
তিনি জানান বর্তমানে প্রতি বস্তা মোটা চাউল বিক্রি হচ্ছে ১১৫০ টাকায় গত মাসে ছিল ১১৭৫ টাকা। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ১৬০০ টাকায় গত মাসে ছিল ১৭৫০টাকা, বাসমতি চাল বিক্রি হচ্ছে ১৮৫০ টাকায় গত মাসে ছিল ২০৫০ টাকা, ২৮ চাউল বিক্রি হচ্ছে ১৪৫০ টাকায় গত মাসে ছিল ১৪০০ টাকা। এবং নাজির শাইল বিক্রি হচ্ছে ১৮৫০ টাকায় গত মাসে ছিল ২৩৪০ টাকা।
আরও পড়ুনঃ চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
এদিকে চাউলের দাম কমার কারণ হিসেবে তারা বলেন খাদ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশে লোকজনের জন্য ৩০ টাকায় করে চাল বিক্রি করছে সে কারণে বেশিরভাগ লোকজনই উক্ত চাউল কিনছেন। এ কারণেই চালের দাম কমে গেছে।
প্রিন্ট