ফরিদপুর শহরের মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত ফরিদপুর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
ব্যতিক্রম ধর্মী এই টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা হচ্ছে শুধুমাত্র শুক্রবারে। এতে নক আউট পদ্ধতিতে স্থানীয় মোট চারটি দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ শুক্রবার ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতাল একাদশ ১-০ ব্যবধানে আত্মঘাতী গোলে সুপারমার্কেট মুজিব সড়ক একাদশ কে পরাজিত করে ফাইনালে উঠে।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভাঙ্গা রাস্তার মোড় ট্রাইবেকারে হেলিপোট বাজার একাদশ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
আগামী শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এদিন টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাজহারুল ইসলাম চঞ্চল, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান চৌধুরী , আমানুর রহমান, রবীন্দ্র মজুমদার ঝন্টু, কবির হোসেন রনি, ওয়াহিদুল ইসলাম বাবু, ডক্টর নাদিম হোসেন, কাজল দাস সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন আশুতোষ গুহ, প্রণব কুমার মুখার্জি,ও মোঃ আজাদ হোসেন।
প্রিন্ট