শুক্রবার দিনটি ছিলো ফরিদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) জন্য একটি ব্যতিক্রমি দিন। দুই দিনের হরেক রকম পিঠা পুলির আয়োজনে মুখরিত ছিলো ফরিদপুরের পুলিশ লাইন্স হাইস্কুলের চত্বর।
শুক্রবার রাতে উদ্ভোধনী অনুষ্ঠানে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) সহ জেলা পুলিশের কর্মকর্তারা জেলার বিশিষ্ট্য নাগরিকদের নিয়ে পিঠা উৎসবের সুচনা করেন।
ফরিদপুর পুনাক সভানেত্রী সাহেলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আলিমুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তারা ও তাদের পরিবারের সদস্যরা।
এসময় তারা মেলায় ২০ টি স্টল ঘুরে দেখেন ও পুনাকের সদস্যদের তৈরি বিভিন্ন রকমের পিঠার স্বাদ গ্রহন করেন।
এসময় প্রধান অতিথি ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশ শুধু জনগনের জানমাল রক্ষার অতন্দ্র প্রহরিই নয়, আমরা বাঙ্গালী সাংস্কৃতির ধারক ও বাহক হিসেবে সমাজে ভূমিকা রেখে চলেছি। এই পিঠা উৎসব তারই নজির বহন করে।
তিনি বলেন, পুলিশ এখন জনবান্ধব, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারই উদাহরণ হিসেবে মানুষের আস্থা অর্জনের জন্য আমরা এই ধরনের ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছি।
ফরিদপুর জেলার ৯ টি থানা, জেলা বিশেষ শাখা, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, নগরকান্দা সার্কেল অফিস, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ নারী কল্যাণ সমিতি, পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকের নামে একটি করে স্টল পিঠা মেলায় ছিল।