স্বপনও দুয়ার খুলে এসো অরুণো আলোকে এ স্লোগানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আবৃত্তি সংসদ ফরিদপুরের উদ্যোগে আজ রবিবার রাতে আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে শেখ রাসেল স্কয়ারে আবৃত্তির সংসদের উদ্যোগে আলোচনা সভা ও আবৃতি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মাদ ইশতিয়াক আরিফ, এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন কবিতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা কবিতা পাঠের মাধ্যমে নিজেদের উজ্জীবিত করেছিল।
তিনি বলেন সাংস্কৃতিক অঙ্গনে কবিতার অনেক বড় ভূমিকা রয়েছে। কবিতা পাঠের মাধ্যমে মানুষ তার সঠিক ইতিহাস খুঁজে পায়।
তিনি এই অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সম্মিলিত সংস্কৃতির জোটের সভাপতি আমিনুর রহমান ফরিদ, বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আবু সুফিয়ান চৌধুরী কুশন, সাইফুল ইসলাম মিলন, প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃতি সংসদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।
আরও পড়ুনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, শরিফুল ইসলাম প্লাবন, শহর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সুমন হক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রিন্ট