জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বিকেল পাঁচটায় ফরিদপুর সদর উপজেলার চাদঁপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাটে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর হাইয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হকে, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিসেস ঝর্না হাসান, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাছির, এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙ্গালি জাতির জীবনে একটা কলঙ্কের নাম।১৪ আগস্ট পর্যন্ত যারা বঙ্গবন্ধুর কাছের লোক ছিলো তারাই ১৫ই আগস্ট নারকীয় তাণ্ডব চালিয়েছে। তাই আমাদের মধ্যেও যে ঐ ধরনের লোক নেই তা বলা যাবে না। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। ফরিদপুর জেলা বিএনপিকে সতর্ক করে দিয়ে বলা হয় শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেবে না জেলা আওয়ামী লীগ কিন্তু যদি কোন প্রকার বিশৃঙ্খলা করতে চেষ্টা করা হয় তাহলে বিএনপিকে রাস্তায় নামতে দেয়া হবে না।
বক্তারা আগামী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
প্রিন্ট