ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাটে চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি খন্দকার নজরুল ইসলাম সভাপতিত্বে এক আলোচনা সভা ও গনভোজ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম বিশেষ অতিথি ছিলেন হকে,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাসির, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন নিয়ে যারা বাধার সৃষ্টি করে তারা আওয়ামী লীগের নেতা হতে পারে না। এই মাঠে গতকাল যে ঘটনা ঘটছে তা কোন বিবেকবান মানুষ করতে পারে না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারা মানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদককে মারা সমান কথা। তাই সভায় উপস্থিত বক্তারা ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টাকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
প্রিন্ট