জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, গুম-খুন-হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় ফরিদপুর শহরের কাঠপট্টি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র উদ্যোগে উক্ত সংগঠনের আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছার সভাপতিত্বে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, গুম-খুন হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপি’র এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় উপস্থিত আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহুরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনসহ ফরিদপুর জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সমন্বয় সভায় বক্তরা বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী কার্যকর ভাবে পালন করতে দলীয় নেতাকর্মীদের কিভাবে আরও শক্তিশালী ও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আলোচনা করছেন।
প্রিন্ট