ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে আজ শনিবার বিকেলে শেখ রাসেল স্কয়ার আলীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ,
অন্যান্যর বক্তব্য রাখেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক রুকসানা আহমেদ মেহেবি স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহিনুজ্জামান বাবর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিজন মোল্লা, মধুখালী থানা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লা, নগরকান্দা উপজেলা সাধারণ সম্পাদক জিন্নাত মুন্সী, বোয়ালমারী উপজেলার সভাপতি আকরামুজ্জামান রুকু প্রমূখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ । সভায় প্রধান অতিথির ভাষণে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে কৃষকদের অনেক উন্নতি হয়েছে । এখন কৃষকেরা বিনা সুদে ঋণ পাচ্ছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তারা এখন স্বনির্ভর। তাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন দেশের প্রায় ৮০ শতাংশ লোক গ্রামাঞ্চলে বসবাস করে। কৃষক লীগের নেতাকর্মীরা গ্রামে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কার্যক্রম সম্বন্ধে তাদেরকে অবগত করতে হবে। তিনি বলেন বিএনপি জামাত সহ স্বাধীনতার বিরোধী দলগুলি দেশের উন্নয়নের অগ্রযাত্রা নস্যাৎ করতে অপতরতায় লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়নে ব্যস্ত তখন তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসন থেকেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা যেন জয়লাভ করতে পারে সে লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে।
এছাড়া খুব তাড়াতাড়ি প্রত্যেকটা উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় ।
প্রিন্ট