বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে আজ সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে -২০২২ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম হক – সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিসেস ঝর্না হাসান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা আক্তার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদ।
এছাড়া ফরিদপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার ও শাহ সুলতান খান রাহাত।
প্রিন্ট