শ্রীকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগ শহরতলীর বাহির দিয়া পাল রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠান গত শুক্রবার হতে শুরু হয়েছে।
২৪ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। এ উপলক্ষে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, মহানাম যজ্ঞের শুভ আবির্ভাব, অষ্টকালীন লীলা কীর্তন, তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন, কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে উৎসব চলাকালে প্রতিদিন অসংখ্য ভক্ত বৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণ ও প্রসাদ গ্রহণ করতে দেখা যায়।
প্রিন্ট