ঢাকা , বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফরিদপুর জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা খোকসায় দ্বিতীয় দিন দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারত থেকে পেঁয়াজ আসছে ১৪–১৭ টাকা কেজিতে বোয়াল খালির পৌর মেয়রের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ ১৮ বছরে যায়যায়দিনঃ মহম্মদপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নলছিটিতে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুরের আয়োজনে Leveraging 4IR skills to drive Smart Bangladesh শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাক খাদে পড়ে চালক আহত ভূরুঙ্গামারীতে ফিল্মি স্টাইলে তুলে এনে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ

আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত

পাংশায় কলেজ শিক্ষার্থী সিফাত হত্যাকান্ডের পরিদর্শনে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা

পাংশার কাচারীপাড়া গ্রামে কলেজ শিক্ষার্থী সিফাত হত্যাকান্ডের পিও শনিবার দুপুরে পরিদর্শন করেন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ কলেজ শিক্ষার্থী সাজিদুর রহমান সিফাত হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রখেছেন। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মিজানুর রহমান শনিবার ১৬ জানুয়ারী দুপুরে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং মামলার বাদীসহ সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলেছেন। সেই সাথে নিহত সিফাত যে মোটর সাইকেলটি চালাচ্ছিলেন সেটিসহ মামলার আলামত সংগ্রহ করেন তিনি।

এসআই মিজানুর রহমান বলেন, সুষ্ঠভাবে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনাসহ আসামীদের গ্রেফতারে যখন যা করার দরকার তা করা হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান ২জন আসামী সেলিম (৩৬) প্রামানিক ও হেলাল প্রামানিক (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম কাচারীপাড়া গ্রামের ওয়াজেদ আলী প্রামানিকের ছেলে। এছাড়া আসামী হেলাল প্রামানিক একই গ্রামের সোবাহান প্রামানিকের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মামলার ৬ ঘন্টার মধ্যে এজাহারনামীয় প্রধান ২জন আসামী সেলিম ও হেলালকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মোটিভ উদঘাটনসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্যঃ গত মঙ্গলবার ১২ জানুয়ারী রাত ১০টার দিকে মধ্য কাচারীপাড়া দোতলা মসজিদের সামনে পাকা রাস্তার উপর সন্ত্রাসী হামলার শিকার হয় কলেজ শিক্ষার্থী সিফাত। এলোপাতাড়ি মারপিটের ফলে সিফাতের মাথা, চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কাটা-ফাটা, রক্তাক্ত জখম হয়। ঘটনার রাতেই মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে পাংশা হাসপাতালে এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে বুধবার ১৩ জানুয়ারী দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিফাত কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে। সিফাত হত্যাকান্ডে এলাকায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নিহতের মাতা শাবানা খাতুন বাদী হয়ে ২৩জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৪, তারিখ ১৪/০১/২০২১ খ্রি.। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ দ.বি.।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর জেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত

পাংশায় কলেজ শিক্ষার্থী সিফাত হত্যাকান্ডের পরিদর্শনে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা

আপডেট টাইম : ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ কলেজ শিক্ষার্থী সাজিদুর রহমান সিফাত হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রখেছেন। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মিজানুর রহমান শনিবার ১৬ জানুয়ারী দুপুরে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং মামলার বাদীসহ সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলেছেন। সেই সাথে নিহত সিফাত যে মোটর সাইকেলটি চালাচ্ছিলেন সেটিসহ মামলার আলামত সংগ্রহ করেন তিনি।

এসআই মিজানুর রহমান বলেন, সুষ্ঠভাবে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনাসহ আসামীদের গ্রেফতারে যখন যা করার দরকার তা করা হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান ২জন আসামী সেলিম (৩৬) প্রামানিক ও হেলাল প্রামানিক (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম কাচারীপাড়া গ্রামের ওয়াজেদ আলী প্রামানিকের ছেলে। এছাড়া আসামী হেলাল প্রামানিক একই গ্রামের সোবাহান প্রামানিকের ছেলে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মামলার ৬ ঘন্টার মধ্যে এজাহারনামীয় প্রধান ২জন আসামী সেলিম ও হেলালকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মোটিভ উদঘাটনসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্যঃ গত মঙ্গলবার ১২ জানুয়ারী রাত ১০টার দিকে মধ্য কাচারীপাড়া দোতলা মসজিদের সামনে পাকা রাস্তার উপর সন্ত্রাসী হামলার শিকার হয় কলেজ শিক্ষার্থী সিফাত। এলোপাতাড়ি মারপিটের ফলে সিফাতের মাথা, চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কাটা-ফাটা, রক্তাক্ত জখম হয়। ঘটনার রাতেই মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে পাংশা হাসপাতালে এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে বুধবার ১৩ জানুয়ারী দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিফাত কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে। সিফাত হত্যাকান্ডে এলাকায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নিহতের মাতা শাবানা খাতুন বাদী হয়ে ২৩জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৪, তারিখ ১৪/০১/২০২১ খ্রি.। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ দ.বি.।