মাগুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন অংশীদারত্ব মূলক পল্লী উন্নয়ন-৩ এর আওতায় জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ জোড়া বেঞ্চ দেওয়া হয়। বুধবার ১৭ আগস্ট সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে বেঞ্চ হস্তান্তর করা হয় জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী জান্নাত আরার কাছে।
২০২১-২২ অর্থ বছরের আওতায় বেঞ্চ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপপরিচালক শাহানারা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবির, সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল কবির, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) দেবাশীষ কুমার দাশ সহ প্রমুখ।
মাগুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাগুরা জেলায় ক্ষুদ্র অবকাঠামোর ব্যাপক উন্নয়ন, স্কুলে ছাত্রীদের নিয়মিত সেমিনার, সঞ্চয় বৃত্তি চালু করণ, ছাত্রীদের সামাজিক বিষয়ে প্রশিক্ষণ ইত্যাদি বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমের প্রশিক্ষণ প্রদান করেছে। এর ধারাবাহিকতায় মাগুরায় পাঁচটি ইউনিয়ন জগদল, গোপালগ্রাম, কছুন্দী, হাজরাপুর ও চাউলিয়ায় বিআরডিবির উন্নয়ন মূলক কার্যক্রম করা হয়েছে।
প্রিন্ট