ফরিদপুরের বোয়ালমারীতে মানব পাচার মামলার পলাতক আসামীকে থানা পুলিশ গ্রেফতার করেছেন।
থানা সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর এসআই নজরুল ইসলাম বাদি হয়ে সোহাগ মল্লিক নামে ৭/১০ ধারায় মানব পাচার আইনে মামলা করেন। মামলা নং২।
মামলার পর থেকে আসামী পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৯.০১.২০২১) রাত দুইটার দিকে এসআই মামুন ইসলাম কানখরদী বাসষ্ট্যান্ড থেকে ওই আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের আক্কাস মল্লিকের ছেলে।
এব্যাপারে অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, মামলার পর থেকে আসামী সোহাগ মল্লিক পলাতক ছিল। আসামীকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে গত বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।