স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ পালনে রবিবার ১৪ আগস্ট পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, আর.এস বিভাগের মাসুদুর রহমান, রেজিস্ট্রার আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় জাতীয় শোক দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস পালনে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।
আরও পড়ুনঃ হাতুড়িপেটার ৩দিন পর মারা গেলেন নড়াইলের প্রতিবন্ধী জুয়েল
পাংশা পলিটেকনিক ইন্সটিটিউটে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভায় অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বক্তব্য রাখেন।
প্রিন্ট