ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার Logo শালিখায় পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক ৩ Logo গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোটের সমীকরণে চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাস এগিয়ে Logo যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ Logo ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি Logo ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ  Logo আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার Logo নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন Logo লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান Logo কালুখালী উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি লুৎফর, সম্পাদক রুমা নির্বাচিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরায় গ্রাম পুলিশ সদস্য রাকিব হাসানের জমি জোর করে দখলের পায়তারায় সৈয়দ আলী 

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে প্রভাবশালী সৈয়দ আলীর বিরুদ্ধে গ্রাম পুলিশ সদস্য রাকিবুল হাসানের জমি দখলের অভিযোগ তুলেছেন। সে ঐ গ্রামের মৃত হাতেম আলী মোল্যার ছেলে। গত ২ আগষ্ট সোমবার মাগুরা আদালতে পি ৪৫৮/২০২২ অভিযোগে জানান, প্রভাবশালী সৈয়দ আলী দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরসম্পদ লোভী ও জবর দখলকারী ভুমি দস্যু।
রাকিবুল হাসানের কাছে দলিল নং- ৯৬০৩ তে দেখা ২০১৫ সনের স্ট্যাম শুল্ক রেজিষ্টারে ৫৯৫৩ নং ক্রমিকে দলিলের উপর প্রদেয় স্ট্যাম শুল্ক বাবদ ১০৫৫ টাকা, ৭২৭৯৪৩ নং পে ওয়াডারে ২০/১২/২০১৫ তারিখে সোনালী ব্যাংকে পরিষদ করা হয়েছে ২০১৫ সালে রেজিষ্ট্রেশন ফি বহির ৬৩৪ নং ক্রমিকে ১১৪০ টাকা, উৎস কর ৪৪০ টাকা ও স্থানীয় কর ১২৬৪ টাকা উল্লেখ আছে। তারপর ১৫/৫/২০১৫ সালে মাগুরা সাব রেজিঃ অফিসে দলিল নং ৪৫৪০ খরিদ করি। দাগ নং ৪৯৯ দাগে ৫০ শতাংশ এবং ৬৩৪ দাগে ৮২ শতাংশ জমি মোট ১৩২ শতাংশ জমি। যা পৈত্রিক সুত্রে ও ক্রয় সুত্রে প্রাপ্ত  মোট ৯৮ শতাংশ জমি দখল করি।
এর মধ্যে বিতর্ক রয়েছে ৯ শতাংশ জমি নিয়ে। সে জমিও আমার দখলে রয়েছে।
প্রভাবশালী সৈয়দ আলী গত ইং ১লা আগষ্ট সোমবার জমিতে দখল নিতে গালি গালাজ ও মারমুখি আচরন করে এবং জমি দখলের চেষ্টা চালায়। এসময় আবুল কাশেম মোল্যা, আবু বক্কার মোল্যা, আমির গাজি এবং আমার স্ত্রী আসিয়া বাধা দেয়।
তাদেরকে সে সময় চলে যায় এবং যাওয়ার সময় হুমকি ধামকি দিয়ে পরে জমি দখল করে নিবো। এবিষয়ে সৈয়দ আলীর কাছে জানতে চাইলে তার জমি বলে দাবী করেন। এদিকে সাবেক মেম্বার আবু বক্কার জানান, সৈয়দ আলীর জমি নিয়ে যা ঘটেছে আসলে রাকিবুল জমি পাবে সৈয়দ আলী হিসাব করলে সে জমি বেশি খাচ্ছে বলে জানায়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

error: Content is protected !!

মাগুরায় গ্রাম পুলিশ সদস্য রাকিব হাসানের জমি জোর করে দখলের পায়তারায় সৈয়দ আলী 

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে প্রভাবশালী সৈয়দ আলীর বিরুদ্ধে গ্রাম পুলিশ সদস্য রাকিবুল হাসানের জমি দখলের অভিযোগ তুলেছেন। সে ঐ গ্রামের মৃত হাতেম আলী মোল্যার ছেলে। গত ২ আগষ্ট সোমবার মাগুরা আদালতে পি ৪৫৮/২০২২ অভিযোগে জানান, প্রভাবশালী সৈয়দ আলী দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরসম্পদ লোভী ও জবর দখলকারী ভুমি দস্যু।
রাকিবুল হাসানের কাছে দলিল নং- ৯৬০৩ তে দেখা ২০১৫ সনের স্ট্যাম শুল্ক রেজিষ্টারে ৫৯৫৩ নং ক্রমিকে দলিলের উপর প্রদেয় স্ট্যাম শুল্ক বাবদ ১০৫৫ টাকা, ৭২৭৯৪৩ নং পে ওয়াডারে ২০/১২/২০১৫ তারিখে সোনালী ব্যাংকে পরিষদ করা হয়েছে ২০১৫ সালে রেজিষ্ট্রেশন ফি বহির ৬৩৪ নং ক্রমিকে ১১৪০ টাকা, উৎস কর ৪৪০ টাকা ও স্থানীয় কর ১২৬৪ টাকা উল্লেখ আছে। তারপর ১৫/৫/২০১৫ সালে মাগুরা সাব রেজিঃ অফিসে দলিল নং ৪৫৪০ খরিদ করি। দাগ নং ৪৯৯ দাগে ৫০ শতাংশ এবং ৬৩৪ দাগে ৮২ শতাংশ জমি মোট ১৩২ শতাংশ জমি। যা পৈত্রিক সুত্রে ও ক্রয় সুত্রে প্রাপ্ত  মোট ৯৮ শতাংশ জমি দখল করি।
এর মধ্যে বিতর্ক রয়েছে ৯ শতাংশ জমি নিয়ে। সে জমিও আমার দখলে রয়েছে।
প্রভাবশালী সৈয়দ আলী গত ইং ১লা আগষ্ট সোমবার জমিতে দখল নিতে গালি গালাজ ও মারমুখি আচরন করে এবং জমি দখলের চেষ্টা চালায়। এসময় আবুল কাশেম মোল্যা, আবু বক্কার মোল্যা, আমির গাজি এবং আমার স্ত্রী আসিয়া বাধা দেয়।
তাদেরকে সে সময় চলে যায় এবং যাওয়ার সময় হুমকি ধামকি দিয়ে পরে জমি দখল করে নিবো। এবিষয়ে সৈয়দ আলীর কাছে জানতে চাইলে তার জমি বলে দাবী করেন। এদিকে সাবেক মেম্বার আবু বক্কার জানান, সৈয়দ আলীর জমি নিয়ে যা ঘটেছে আসলে রাকিবুল জমি পাবে সৈয়দ আলী হিসাব করলে সে জমি বেশি খাচ্ছে বলে জানায়।