ঢাকা , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুইজারল্যান্ড আ’লীগের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন Logo শিশুদের দক্ষ প্রগতিশীল নাগরিক গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকারঃ – রাষ্ট্রদূত মোঃ সুফিউর রহমান Logo তানোর উপজেলা নির্বাচনে ময়না-মামুনের লড়াই Logo শালিখায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ২জন আটক Logo গাজী খোরশেদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত Logo বোয়ালমারীতে আগুনে নিঃস্ব দুটি পরিবারের পাশে মুরাদ শিকদার Logo নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালী কল্যাণ সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল Logo চাঁপাইনবাবগঞ্জে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু Logo মুক্তাগাছায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাতা ডাক্তারকে যারা সেদিন আঘাত করেছিল তাদের ক্ষমা নেইঃ স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি

-পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা.এএফএম শফীউদ্দিন পাতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাংশায় আওয়ামী লীগের কর্মসূচিতে পাতা ডাক্তারকে যারা সেদিন আঘাত করেছিল তারা অমানুষ, সমাজের কীট, সমাজের ঘৃণিত ব্যক্তি, তাদের ক্ষমা নেই। আপনারা তাদের চিনে রাখবেন।

বুধবার ৩ আগস্ট বিকেলে পাংশা পৌরসভা মাঠে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা.এএফএম শফীউদ্দিন পাতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি বলেন, ডা. পাতা সিভিল সার্জন ছিলেন। জেলার উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি চলতেন। আমার নির্বাচনের বিভিন্ন সময়ে কাজ করার ক্ষেত্রে চরমপন্থী সন্ত্রাসীরা তাকে মৃত্যুর হুমকি দিয়েছিল। মৃত্যুর হুমকি উপেক্ষা করে তিনি দলের জন্য সাহসের সাথে নির্বাচনী কাজ করেছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে, সাধারণ মানুষের পাশে থেকে দলের জন্য কাজ করার আগ্রহ ছিল তার। চাকুরি থেকে অবসর নেয়ার পর পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (২৪ ফেব্রুয়ারী-২০২০) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। করোনাকালীন সময়ে আশিক মাহমুদ মিতুলের সাথে থেকে পাংশার মানুষের জীবনরক্ষায় ঔষধপত্র ও অক্সিজেন সিলিন্ডার প্রদান, ফ্রি চিকিৎসার ব্যবস্থা এবং কর্মহীন মানুষের সাহায্য প্রদানসহ সার্বিকভাবে কাজ করেছেন।

ডা. পাতার পরামর্শে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি হাসপাতালে হাইভোল্টেজের অক্সিজেন মেশিন ক্রয়ের ব্যবস্থা করি।

করোনা হুমকি মোকাবেলা করে মানুষের পাশে ছিলেন ডা. পাতা। আওয়ামী লীগের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারীরা প্রশাসনের একশ্রেণির লোকের সাথে ষড়যন্ত্র¿ করে সেদিন (৯ ডিসেম্বর-২০২০) পাতা ডাক্তারের উপর আঘাত করেছিল- পাতা ডাক্তারকে নাজেহাল করেছিল। ডা. পাতা একজন ভালো মানুষ ছিলেন। দক্ষ সংগঠক ছিলেন।

যারা সেদিন তাকে আঘাত করেছিল তারা অমানুষ, সমাজের কীট, সমাজের ঘৃণিত ব্যক্তি, তাদের ক্ষমা নেই। আপনারা তাদের চিনে রাখবেন। যোগ করেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।

বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, পাতা ডাক্তার যেদিন (৩ আগস্ট-২০২১) মারা যায়, সেদিন সকালে আমার সাথে মোবাইল ফোনে কথা হয় তার। প্রায় ১০ মিনিট ধরে তার সাথে কথা বলি। হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে বলে জানায়। কিন্তু তার কিছুক্ষণ পরেই বুড়ো (পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান) ফোন করে বলে ভাই- পাতা চাচার অবস্থা ভালো না।  আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যোগাযোগ করলে সেখানকার চিকিৎসকরা জানায়-ডাক্তার সাহেব আর নেই। তিনি মারা গেছেন।

পাতা ডাক্তারের মত ভালো মানুষ, দল গোছানো লোক আমাদের মাঝ থেকে চলে গেছে। তার শূন্যতা পূরণ হবার নয়। আজকের স্মরণসভায় আপনাদের উপস্থিতি প্রমাণ করে পাতা ডাক্তারের প্রতি আপনাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, তার পরিবার ও আমরা উপলব্ধি করছি। সাধারণ মানুষ আজ তাকে স্মরণ করছে। এটাই মানুষের চাওয়া।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন বক্তব্য রাখেন।

অন্যান্য অতিথিদের মধ্যে আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শফিকুল আজম মামুন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন।

স্মরণসভায় ডা.এএফএম শফীউদ্দিন পাতার জ্যেষ্ঠ পুত্র ফুয়াদ জামিল দীপ্ত পিতার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান। এ সময় মঞ্চে ডা.এএফএম শফীউদ্দিন পাতার অপর শিশুসন্তান জান্নাতুল ফেরদৌস মৃদু, জারিফাহ জারিন উর্বি ও আতিফ এহসান অঝর উপস্থিত ছিলেন। স্মরনসভায় উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কুদ্দুস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহা. আবু মুসা আশয়ারী ও পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। স্মরণসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ৮টার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা.এএফএম শফীউদ্দিন পাতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডা. এএফএম শফীউদ্দিন পাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, ডা.এএফএম শফীউদ্দিন পাতা অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ছিলেন। পাংশা রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, রাজবাড়ী জেলা বিএমএ’র সাধারণ সম্পাদকসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারী পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা.এএফএম শফীউদ্দিন পাতা। দক্ষতার সাথে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় দলের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পুকুরে লুকানো ছিল ফেনসিডিল

২০২১ সালের ২৬ জুলাই পাংশায় করোনা পজিটিভ হওয়ার পর ২৮ জুলাই ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা চিকিৎসা শেষে সুস্থ্য হলে ৩ আগস্ট দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে ইন্তেকাল করেন ডা.এএফএম শফীউদ্দিন পাতা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানায়, ডা.এএফএম শফীউদ্দিন পাতার শূন্যতা পূরণ হবার নয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুইজারল্যান্ড আ’লীগের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

error: Content is protected !!

পাতা ডাক্তারকে যারা সেদিন আঘাত করেছিল তাদের ক্ষমা নেইঃ স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাংশায় আওয়ামী লীগের কর্মসূচিতে পাতা ডাক্তারকে যারা সেদিন আঘাত করেছিল তারা অমানুষ, সমাজের কীট, সমাজের ঘৃণিত ব্যক্তি, তাদের ক্ষমা নেই। আপনারা তাদের চিনে রাখবেন।

বুধবার ৩ আগস্ট বিকেলে পাংশা পৌরসভা মাঠে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা.এএফএম শফীউদ্দিন পাতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি বলেন, ডা. পাতা সিভিল সার্জন ছিলেন। জেলার উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি চলতেন। আমার নির্বাচনের বিভিন্ন সময়ে কাজ করার ক্ষেত্রে চরমপন্থী সন্ত্রাসীরা তাকে মৃত্যুর হুমকি দিয়েছিল। মৃত্যুর হুমকি উপেক্ষা করে তিনি দলের জন্য সাহসের সাথে নির্বাচনী কাজ করেছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে, সাধারণ মানুষের পাশে থেকে দলের জন্য কাজ করার আগ্রহ ছিল তার। চাকুরি থেকে অবসর নেয়ার পর পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (২৪ ফেব্রুয়ারী-২০২০) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। করোনাকালীন সময়ে আশিক মাহমুদ মিতুলের সাথে থেকে পাংশার মানুষের জীবনরক্ষায় ঔষধপত্র ও অক্সিজেন সিলিন্ডার প্রদান, ফ্রি চিকিৎসার ব্যবস্থা এবং কর্মহীন মানুষের সাহায্য প্রদানসহ সার্বিকভাবে কাজ করেছেন।

ডা. পাতার পরামর্শে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি হাসপাতালে হাইভোল্টেজের অক্সিজেন মেশিন ক্রয়ের ব্যবস্থা করি।

করোনা হুমকি মোকাবেলা করে মানুষের পাশে ছিলেন ডা. পাতা। আওয়ামী লীগের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারীরা প্রশাসনের একশ্রেণির লোকের সাথে ষড়যন্ত্র¿ করে সেদিন (৯ ডিসেম্বর-২০২০) পাতা ডাক্তারের উপর আঘাত করেছিল- পাতা ডাক্তারকে নাজেহাল করেছিল। ডা. পাতা একজন ভালো মানুষ ছিলেন। দক্ষ সংগঠক ছিলেন।

যারা সেদিন তাকে আঘাত করেছিল তারা অমানুষ, সমাজের কীট, সমাজের ঘৃণিত ব্যক্তি, তাদের ক্ষমা নেই। আপনারা তাদের চিনে রাখবেন। যোগ করেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।

বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, পাতা ডাক্তার যেদিন (৩ আগস্ট-২০২১) মারা যায়, সেদিন সকালে আমার সাথে মোবাইল ফোনে কথা হয় তার। প্রায় ১০ মিনিট ধরে তার সাথে কথা বলি। হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে বলে জানায়। কিন্তু তার কিছুক্ষণ পরেই বুড়ো (পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান) ফোন করে বলে ভাই- পাতা চাচার অবস্থা ভালো না।  আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যোগাযোগ করলে সেখানকার চিকিৎসকরা জানায়-ডাক্তার সাহেব আর নেই। তিনি মারা গেছেন।

পাতা ডাক্তারের মত ভালো মানুষ, দল গোছানো লোক আমাদের মাঝ থেকে চলে গেছে। তার শূন্যতা পূরণ হবার নয়। আজকের স্মরণসভায় আপনাদের উপস্থিতি প্রমাণ করে পাতা ডাক্তারের প্রতি আপনাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, তার পরিবার ও আমরা উপলব্ধি করছি। সাধারণ মানুষ আজ তাকে স্মরণ করছে। এটাই মানুষের চাওয়া।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন বক্তব্য রাখেন।

অন্যান্য অতিথিদের মধ্যে আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শফিকুল আজম মামুন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন।

স্মরণসভায় ডা.এএফএম শফীউদ্দিন পাতার জ্যেষ্ঠ পুত্র ফুয়াদ জামিল দীপ্ত পিতার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান। এ সময় মঞ্চে ডা.এএফএম শফীউদ্দিন পাতার অপর শিশুসন্তান জান্নাতুল ফেরদৌস মৃদু, জারিফাহ জারিন উর্বি ও আতিফ এহসান অঝর উপস্থিত ছিলেন। স্মরনসভায় উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কুদ্দুস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহা. আবু মুসা আশয়ারী ও পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। স্মরণসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ৮টার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা.এএফএম শফীউদ্দিন পাতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডা. এএফএম শফীউদ্দিন পাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, ডা.এএফএম শফীউদ্দিন পাতা অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ছিলেন। পাংশা রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, রাজবাড়ী জেলা বিএমএ’র সাধারণ সম্পাদকসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারী পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা.এএফএম শফীউদ্দিন পাতা। দক্ষতার সাথে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় দলের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পুকুরে লুকানো ছিল ফেনসিডিল

২০২১ সালের ২৬ জুলাই পাংশায় করোনা পজিটিভ হওয়ার পর ২৮ জুলাই ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা চিকিৎসা শেষে সুস্থ্য হলে ৩ আগস্ট দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে ইন্তেকাল করেন ডা.এএফএম শফীউদ্দিন পাতা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানায়, ডা.এএফএম শফীউদ্দিন পাতার শূন্যতা পূরণ হবার নয়।