কুষ্টিয়ার মিরপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আসিফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের ধুবাইল মাঠে এ বজ্রপাত ঘটে। নিহত আসিফ ধুবাইল এলাকার মধু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির শুরু হওয়ার আগেই আসিফ গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। পরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে। ধুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সহকারী শিক্ষককে কুপিয়ে জখম
প্রিন্ট