কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে শিপন মালিথা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ৩০জুলাই রবিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালীদাশপুর নয়া খামারের মাঠে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিপন মালিথা কালীদাশপুর গ্রামের মৃত্যু আরশেদ আলী মালিথার ছেলে। আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দীন ও ইউপি সদস্য কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুনঃ রাজনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, কৃষক শিপন মালিথা কালীদাশপুর নয়া খামারের মাঠে পাট ক্ষেত ঘাস কেটতে ছিলো এসময় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে কৃষক শিপন মালিথা ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়।
প্রিন্ট