কুষ্টিয়ার খোকসায় খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। তিনি বলেন শিশুদের লেখাপড়ার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই।
শিশুদের এই প্রাথমিক পর্যায়ে খেলাধুলা করে জাতীয় পর্যায়ে নিজেদের কৃতিত্ব অর্জন করার সুযোগ রয়েছে। আর সে সুযোগটি করে দিয়েছেন আমাদের বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকের এই কোমলমতি শিশুরা খেলাধুলার মাধ্যমে আগামী দিনে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখবে বলে আমি আশা করি। বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, উপজেলা শিল্প কলার একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আবু হানিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা নাজনীন আক্তার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ফাইনাল খেলায় বালক পর্যায়ে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে বালিকা পর্যায়ে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ রুমী সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সভাপতি রিপন বিশ্বাস।
খেলাটি পরিচালনা করেন খোকসা উপজেলার প্রবীণ খেলোয়াড় ও রেফারি পীযূষ কুমার ও তার সহযোগী।
প্রিন্ট