কুষ্টিয়ার খোকসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সদর উদ্দিন খান।
সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা উপজেলা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (RMO) প্রেমাংশু বিশ্বাস ও শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল কাওছার। জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হয় শোমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দীন খান জনসংখ্যা বিশ্ব জনসংখ্যা দিবসের শ্রেষ্ঠ চেয়ারম্যান পুরস্কার পেয়েছেন।
সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, র্যালিটি পৌর শহর ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
প্রিন্ট