কুষ্টিয়ার খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সদর উদ্দিন খান।
সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা উপজেলা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (RMO) প্রেমাংশু বিশ্বাস, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মৎস্য চাষি, মৎস্যজীবী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।
জাতীয় মাছের সপ্তাহ উপলক্ষে উপজেলা তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষী কে পুরস্কার প্রদান করা হয়। এরা হচ্ছেন মোহাম্মদ আলী, আজমল হোসেন লালন ও শরিফুল ইসলাম।
এর আগে সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পুনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাস সদর উদ্দিন খান।পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি পৌর শহর ঘুরে খোকসা কলেজ চত্বরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম এসে শেষ হয়।
প্রিন্ট