প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি’সহ আবাসনযোগ্য গৃহ হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে বৃহস্পতিবার ২১ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর ডিসি তানভির আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল। উপজেলার ভাইসচেয়ারম্যান পিপুল। উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা। সাধারণ সম্পাদক এসএম আনছার আরী। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান।ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ,সোহেল রানা পবন।রওশাআরা সিদ্দক।হাসান প্রমূখ।
অনুষ্ঠান শেষে ভেড়ামারা উপজেলার ধরমপুর জুনিয়াদহ,চাদঁগ্রাম ইউনিয়নের মোট ৬০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিহ বাসযোগ্য গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করা করেন।
আরও পড়ুনঃ নগরকান্দায় ভূমিহীন মুক্ত ঘোষনা জেলে পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর
প্রিন্ট