মাগুরা শ্রীপুরের ওয়াপদা মোড়ে ১৬ জুলাই পুলিশের নির্যাতনে মৃত ছালাম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করা হয়। বুধবার ২০ জুলাই সকাল ১০ টার সময় মাগুরা জেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
স্থানীয় কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান, সাধারণ সম্পাদক বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্লা, আমির মিয়া, নাসির খান, মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা আব্দুস ছালামের পরিবারকে ২৫ লাখ টাকার ক্ষতিপূরন অভিযুক্ত এস আই জামালের ফাঁসির দাবি জানান।আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবি না মানলে দক্ষিন বঙ্গের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে জানান শ্রমিক নেতারা।
উল্লেখ্য গত ১৬ জুলাই নাকোল ফাঁড়ির ইন চার্জ এস আই জামাল মোটর শ্রমিক আব্দুস সালামকে মারধর করে ফাড়িতে নিয়ে নির্যাতন করলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ১৮ জুলাই তার স্ত্রী যমুনা বেগম ৪ পুলিশ সদস্যসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আদালত সংশ্লিষ্ট থানাকে মামলা গ্রহন পূর্বক পি বি আইকে তদন্তের নির্দেশ দেন।
প্রিন্ট