ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মো. রফিকুল ইসলাম জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামে অবস্থিত যোগীবরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এলাকায় তিনি লাল মিয়া স্যার নামে পরিচিত ছিলেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে আরো ২ জনের করোনা সনাক্ত
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার তিন ছেলে ডা. গিয়াস উদ্দীন আহমেদ, ডা. কামাল উদ্দীন আহমেদ এবং ডা. নাসির উদ্দীন আহমেদ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।
স্থানীয় যোগীবরাট মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রিন্ট