ফরিদপুরের আলফাডাঙ্গায় আসামি পক্ষের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা তিন জন নারী আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামে এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভূক্তভোগী মোরাদ শেখের স্ত্রী শাহানাজ বেগম বাদি হয়েমঙ্গলবার সকালে ২১ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ দুপুরে এজাহার ভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার থেকে জানা যায়, বিবাদীদের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসচ্ছে। সোমবার বিকেলে পূর্ব পরিকল্পিত ভাবে ইসলাম মোল্যার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মুরাদ শেখ, নাজমুল শেখ, হালিম শেখ ও আবুল হোসেনের সরকারিঘরসহ চারটি ঘর ভাঙচুর করে ঘরে থাকা মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাড়িতে থাকা তিনজন নারীকে মারধর করেন। প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সরেজমিন আসামিদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২১ মে শনিবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই অঞ্চলে হুমাউন মোল্যার গ্রুপের সাথে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।ওই ঘটনায় হুমাউন মোল্যা গ্রুপের সামর্থক গুরুতর আহত শরীফুল মোল্যা ঢাকার একটি হাসপাতালে২৩ মে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু
ওই ঘটনায় নিহত শরিফুলের চাচা জালাল মোল্যা বাদি হয়ে ২৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এজাহার ভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
প্রিন্ট