ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩নং ডিক্রীরচর (কারীর হাট) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক মোল্লা (৭৫ ) গত মঙ্গলবার রাত ১০টায় তার নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি —- রাজিউন।
মৃত্যুকালে সে স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর তার লাশ দাফন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীলের নেতৃত্বে একদল পুলিশ তার লাশের গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মোশারফ হোসেন সহ মুক্তিযোদ্ধারা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।