বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), পাংশা উপজেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ২৮ জুন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণকে লাঞ্ছিত ও হেনস্থা করার প্রতিবাদে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিচারের দাবীতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা রেলওয়ে স্টেশন চত্বর থেকে ব্যানারসহকারে বিক্ষোভ মিছিল শুরু করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ঘুরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করে ফারিয়ার লোকজন।
প্রতিবাদ সভায় ফারিয়া পাংশার সভাপতি বাকি বিল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু নাসের খান সাবান, সোয়াদুর রহমান, রাসেল মিয়া, নূর নবী খান ও কামাল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ নড়াইল পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে ৬২ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকার বাজেট পেশ
বক্তারা বলেন- অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে। দেশের একজন নাগরিক হিসেবে, একজন পেশাজীবী হিসেবে প্রত্যেকেরই নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করার অধিকার রয়েছে। রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন কালে সহকর্মীদের লাঞ্ছিত ও হেনস্থা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেন ফারিয়া নেতৃবৃন্দ। দুপুর ১২টার দিকে কর্মসূচি শেষ হয়।
প্রিন্ট