আলফাডাঙ্গা উপজেলায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শেণির ভর্তির জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই উন্মুক্ত লটারি ড্র অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃক জানা যায়, করোনা ভাইরাসজনিত মহামারি পরিস্থিতিতে এ বছর স্কুলে পরীক্ষার বদলে উন্মুক্ত লটারির মাধ্যেমে শিক্ষার্থীদের নির্বাচন করার নির্দেশনা রয়েছে। বিদ্যালয়ে ১৫০ আসনের বিপরীতে ২৫৪জন শিক্ষার্থী আবেদন করেন। ১৫০ জনকে লটারির মাধ্যেমে নির্বাচিত করা হয়।
এসময়উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, আ’লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাবলু প্রমুখ।
উপস্থিত একাধিক অভিভাবক ক্ষুব্ধ হয়ে জানান, এ বছর লটারি করার জন্য অনেক মেধাবী শিক্ষার্থী বাদ পড়ে গেল। অনেকেই ভর্তি হতে না পেরে শিক্ষার্থী ও তার পরিবার ভিষন কষ্ট পেয়ে ফিরে যাচ্ছে।
প্রিন্ট